টি-টোয়েন্টির ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি!



স্পোর্টস ডেস্কঃ রেকর্ডের জন্য বেচারা সাইফ উদ্দিনকেই বেছে নিলেন ডেভিড মিলার! একটা সময় পর্যন্ত ম্যাচ অনেকটা নিয়ন্ত্রণে রেখেছিল বাংলাদেশ। কিন্তু 'কিলার মিলার' খ্যাত এই ব্যাটসম্যান সব হিসাব ওলট পালট করে দিলেন।

তরুণ সাইফ উদ্দিনের ওপর রীতিমত স্টিম রোলার চালালেন তিনি। সাইফের এক ওভারে ৫ ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টির ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন মিলার।
টি-টোয়েন্টিতে আগের ৫৬ ম্যাচে ছিল মোটে একটি ফিফটি। করেছিলেন অপরাজিত ৫৩। সেই ডেভিড মিলার গড়ে ফেললেন দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড! ১৯তম ওভারের প্রথম ৫ বলে ৫টি ছক্কা হাঁকান। শেষ বলটি অফ স্টাম্পের বেশ বাইরে ফুল লেংথ হওয়ায় ১ রানের বেশি পাননি মিলার।

এই তাণ্ডবের মাধ্যমে ৩৫ বলে তিন অংকে পৌঁছান তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগের দ্রুততম শতক ছিল সাউথ আফ্রিকারই রিচার্ড লেভির। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১২ সালে ৪৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

সেই রেকর্ড আজ মিলারের খুনে ব্যাটিংয়ে ধুলিস্ম্যাৎ হয়ে গেল। ৩৬ বলে ১০১ রানে অপরাজিত রইলেন মিলার। ইনিংসে ৭টি চারের পাশাপাশি ছিল ৯টি ছক্কা।

Post a Comment

Previous Post Next Post