“আলোকিত কুলাউড়া” ও “পোড়ামাটি”র মোড়ক উন্মোচন

 “আলোকিত কুলাউড়া” ও “পোড়ামাটি”র মোড়ক উন্মোচন


আমিন জাহানঃ মম-ছায়া প্রকাশনীর আয়োজনে কুলাউড়ার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতি নিয়ে “আলোকিত কুলাউড়া” ও মম-ছায়া প্রকাশনীর প্রকাশক এর প্রথম কবিতা গ্রন্থ “পোড়ামাটি’র প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান কুলাউড়াস্থ ছামী-ইয়ামী চায়নিজ রেষ্টুরেন্টের হল রুমে শনিবার ২৮ অক্টোবর বিকাল ৪টায় আলোকিত কুলাউড়ার সম্পাদক শহীদুল ইসলাম তনয়ের সঞ্চালনে অনুষ্ঠিত হয়।
হাছনা-মমতাজ ফাউন্ডেমনের পৃষ্ঠপোষক ও সেক্রেটারী এ.এফ.এম মারুফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক, শ্রীমঙ্গল সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার সোহেলী রহমান, কুলাউড়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান,এপেক্স ক্লাব অব বিশ্বনাথের সাবেক সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, বিশ্বনাথ ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট বদরুল আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ফরহাদ, কবি ও সাহিত্যিক ভানু পুরকায়স্থ ও এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের পিপি ও লাইফ মেম্বার এনায়েত হোসেন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাইনুর রহমান ও জাতীয় সংগীত পরিবেশন করেন সুদর্শন রবিদাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতীর বিকাশের সূত্র থাকে তার ইতিহাসে। অতীত-কে সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। তা বিশ্লেষণ করে, সেখান থেকে শিক্ষা নিয়ে কেবল একটি জাতি এগিয়ে যেতে পারে। অতীত সম্পর্কে আমাদের উদাসীনতা ঐতিহাসিক। কুলাউড়ার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতি নিয়ে মম-ছায়ার প্রকাশনীর উদ্যোগে আলোকিত কুলাউড়া প্রকাশনার ভূয়সী প্রশংসা করেন। মম-ছায়া প্রকাশনীর প্রকাশক এ.এফ.এম ফৌজি চৌধুরীর প্রথম কবিতা গ্রন্থ পোড়ামাটির প্রসঙ্গে বক্তারা বলেন, কবিরা সমাজ পরিবর্তনের চিন্তা করেন। কবিতার মাধ্যমে সমাজের অনেক অসঙ্গতি প্রতিচ্ছবি উঠে আসে। যারা কবি তারা সমাজের নানা কুসংঙ্কার তুলে ধরেন। মম-ছায়া প্রকাশনীর মাধ্যমে কুলাউড়ার আনাচে-কানাচে সুপ্ত প্রতিভাবান লেখক, সাহিত্যিক, প্রাবন্ধিক ও কবির বিকাশ ঘটবে। নিজের ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসতে শিখবে। মানুষের জীবন গ্লানি মুক্ত হবে, গড়ে উঠবে সুস্থ সাহিত্য চর্চা। আলোকিত কুলাউড়া ও পোড়ামাটি বই দুইটি পাঠক হৃদয় জয় করবে।
 অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছালাম, ইয়াকুব তাজুল মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল খালিক, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের আই পিপি ডাঃ হেমন্ত চন্দ্র পাল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সহঃ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, দৈনিক দিনকাল এর কুলাউড়া প্রতিনিধি মুক্তাদির হোসেন, দৈনিক উত্তর পূর্ব ও ভোরের কাগজ এর প্রতিনিধি আব্দুল কুদ্দুছ, দৈনিক শুভ প্রতিদিন এর প্রতিনিধি আব্দুল আহাদ, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাছির জামান খান জাকি, এপেক্স ক্লাব অব হাকালুকির সহঃ সভাপতি মোঃ তাজুল ইসলাম, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ.কে.এম জাবের, সংবাদ কর্মী ও সংগঠক মাহফুজ শাকিল, সোস্যাল কেয়ার অব ন্যাশন এর সভাপতি মোহাইমিনুল ইসলাম মাহিন, মুক্ত স্কাউট গ্র“পের সম্পাদক মোঃ সামছুদ্দিন বাবু, হাছনা-মমতাজ ফাউন্ডেশনের উপদেষ্টা মিছবাহ উদ্দিন আহমেদ চৌধুরী।
লেখক লেখিকাদের পক্ষ থেকে বক্তব রাখেন, বিন্দুর সম্পাদক সিরাজুল আলম জুবেল ও রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মল্লিকা দেব রায়।
অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাপ্তাহিক মানব ঠিকানার চিফ রিপোর্টার মোঃ আলাউদ্দিন কবির, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ ফাতিমা বেগম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান বেগম, এপেক্স ক্লাব অব হাকালুকির সভাপতি আব্দুল আজিজ, হাছনা-মমতাজ ফাউন্ডেশনের উপদেষ্টা মিজানুর রহমান মজুমদার, ফারইস্ট লাইফ ইনস্যূরেন্সের জোনাল ইনচার্জ মোঃ আজিজুর রহমান, পাঁতাকুড়ির দেশ কুলাউড়া প্রতিনিধি এইচ.ডি রুবেল, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, প্রথমআলো কুলাউড়া বন্ধু সভার সহঃ সভাপতি কাওছার আহমদ চৌধুরী সাব্বির, স্বাধীনতা কুলাউড়ার সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিন্টু, নাট্যকার জিয়াউল হক জিয়া, লিটল স্টার একাডেমীর শিক্ষক সোহেল আহমদ, সোস্যাল কেয়ার অব ন্যাশনের সিনিয়র সদস্য ছায়েম আহমেদ, ফারইস্ট লাইফ ইনস্যূরেন্সের ইও মোঃ মিজানুর রহমান, উপজেলা সহকারি স্বাস্থ্য পরিদর্শক হাবিবুর রহমান চৌধুরী, সমাজ সেবক মোঃ বেলায়েত হোসেন চৌধুরী, তায়েফস্থ কুলাউড়া প্রবাসী সমিতির সভাপতি মোঃ জিল্লুর রহমান, বিজয়ের কণ্ঠ কুলাউড়া প্রতিনিধি সুমন আহমদ, ঠিকানা পাঠক ফোরামের সাহিত্য সম্পাদক জিয়াউর রহমান ফরিদ, প্রগতিশীল স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ নূরুজ্জামান চৌধুরী, ইউনাইটেড রয়েলস্ ক্লাবের বোর্ড সদস্য শওকত জামান খান, প্রথমআলো কুলাউড়া বন্ধু সভার সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সোস্যাল কেয়ার অব ন্যাশনের সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুল ইসলাম, বিআরডিবি কুলাউড়ার ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, সংলাপ পত্রিকার হাফিজ মাওলানা আব্দুস ছালাম, সংলাপ পত্রিকার ইউসুফ আহমদ ইমন, মোঃ ইফতেকার আহমদ চৌধুরী ও মুস্তাকিম মাহমুদ ফাহিম।
মম-ছায়া প্রকাশনীর প্রকাশক এ.এফ.এম ফৌজি চৌধুরী ও সম্পাদক শহীদুল ইসলাম তনয় প্রকাশনা অনুষ্ঠানকে সুন্দর স্বার্থক করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

Post a Comment

Previous Post Next Post