আইটেম গানে নাচবেন শাকিব-মিম

আইটেম গানে নাচবেন শাকিব-মিম
আইটেম গানে নাচবেন শাকিব-মিম

বিনোদন ডেস্কঃ বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক-নায়িকা শাকিব-মিম । আমার প্রাণের প্রিয়া ছবিতে জুটির মাধ্যমে দর্শকপ্রিয়তা পেয়েছিল তাদের জুটি। আট বছর পর এই জুটি অভিনয় আবারও অভিনয় করছে  উত্তম আকাশ পরিচালিত আমি নেতা হবো ছবিতে।

এবার তাদের একসঙ্গে দেখা যাবে আইটেম গানে। এফডিসির একটি শুটিং ফ্লোরে জমকালো সেট সাজানো হয়েছে এই আইটেম গানটির জন্য। এ প্রসঙ্গে মিম বলেন, রবিবার ও সোমবার থেকে এফডিসিতে আইটেম গানটির শুটিং হবে। গানটিতে আমার সঙ্গে শাকিব ভাইও অংশ নেবেন।

এ ছবিতে আমার চরিত্রটি একটু ভিন্ন ধরনের। তাই আইটেম গানে আমাকে মডার্ন যাত্রা দলে কাজ করা একটি মেয়ের চরিত্রে দেখা যাবে। সেখানেই মূলত নায়কের সঙ্গে পরিচয় হয় আমার। এই গানের কোরিওগ্রাফি করছেন ঈগল ড্যান্স একাডেমির কর্ণধার তানজিল আলম। তিনি জানান, এই আইটেম গানে শতভাগ নতুনত্ব থাকবে।

অনেকটা ধামাকা ধাঁচের কিছু। আশা করছি গানের পারফর্মে শাকিব-মিম দুজনেই ভালো করবেন।

আমি নেতা হবো ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ওমর সানি ও মৌসুমী। শাকিব-মিম দুজনই আরো দুটি ছবিতে অভিনয় করবেন আগামীতে। ছবি দুটি হচ্ছে মামলা হামলা ঝামেলা ও কেউ কথা রাখেনি। উল্লেখ্য, মিম এর আগে আমি তোমার হতে চাই ছবির আইটেম গানে নেচেছিলেন। গানটির শিরোনাম ছিল মিম মিম। অন্যদিকে শাকিব তার ক্যারিয়ারে অসংখ্য ছবির আইটেম গানে নেচেছেন।
 

Post a Comment

Previous Post Next Post