অস্কারে মনোনয়ন পেল বলিউডের নিউটন

অস্কারে মনোনয়ন পেল বলিউডের নিউটন
অস্কারে মনোনয়ন পেল বলিউডের নিউটন

বিনোদন ডেস্কঃ সিনেমাকে বলা হয় একটা সমাজের প্রতিচ্ছবি। বাস্তবধর্মী ও গল্প নির্ভর ছবি বরাবরই ভালো অবস্থান তৈরি করে নেয় দর্শক থেকে শুরু করে সমালোচকদের মাঝেও। আর তেমনই এক গল্পে নির্মাণ করা হয় বলিউডের ছবি ‘নিউটন’।

মুক্তির মাত্র একদিনের মধ্যেই ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডে অস্কারের বিদেশি ভাষার সেরা ছবির ক্যাটাগরিতে মনোয়ন পেয়েছে ছবিটি। অভিনেতা রাজকুমার রাও অভিনীত ‘নিউটন’ ছবির গল্প একজন তরুণ সরকারি কেরানিকে কেন্দ্র করে সাজানো হয়েছে। সেই কেরানিকে মাও অধ্যুষিত এলাকায় নির্বাচনী কাজে পাঠানো হয়।

সেখানে গিয়ে তিনি এক আদর্শগত টানাপোড়েনের মধ্যে পড়ে যান। এক অদ্ভুত পরিস্থিতিতে পড়ে নিজের সঙ্গে নিজে লড়াই শুরু করেন সেই কেরানি।
পরিচালক অমিত মাসুরকারের নিউটন ছবিটি গত ২২ সেপ্টেম্বর(শুক্রবার) মুক্তি পায়। মুক্তির প্রথম দিনেই দর্শকদের মধ্যে সাড়া ফেলে ছবিটি। ছবিটি দেখে টুইটারে মুগ্ধতা প্রকাশ করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও। ছবিটি এরইমধ্যে দেশে-বিদেশে নানান স্বীকৃতি ও পুরস্কারে ভূষিত হয়েছে।

Post a Comment

Previous Post Next Post