শারদীয় দূর্গাপূজায় কমলগঞ্জ ১৩০ টি মন্ডপের মাঝে জি.আর এর চাল বিতরণ



কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়নে ১৩০ টি মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হতে চলেছে। 

প্রতিবারের ন্যায় এবারেও সরকারের পক্ষ থেকে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশানের আয়োজনে অনুষ্টানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে জি আর এর (চাল) বিতরণী অনুষ্টান প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি উপস্হিত থেকে ১৩০ টি মন্ডপ কমিটির সভাপতি সম্পাদকের মাঝে (২৪ সেপ্টেম্বর) রবিবার দুপুর ২ টায় মৌলবীবাজার জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়াম কমলগঞ্জে ৫শত কেজি জি আর চালের ডিও বিতরণ করেন।

শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক,কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল হাসান, উপজেলা বাস্তবায় কর্মকর্তা মোঃ আসাদুজ্জান, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্যামল কুমার প্রমূখ। এ সময় সাংবাদিক সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Post a Comment

Previous Post Next Post