মৌলভীবাজারের হামলার ঘটনা হৃদয় বিদারক : মির্জা ফখরুল

মৌলভীবাজারের হামলার ঘটনা হৃদয় বিদারক : মির্জা ফখরুল
মৌলভীবাজারের হামলার ঘটনা হৃদয় বিদারক : মির্জা ফখরুল

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীর উপর হামলার ঘটনায় ববিৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে তিনি এ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি উল্ল্যেখ করেন,আওয়ামী সশস্ত্র সন্ত্রাসী মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীর বাসায় হামলা চালিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুররুতর আহত করেছে। হামলায় স্বাগত কিশোর দাস চৌধুরীর মা,ভাই ও বোনসহ পরিবারের আরো কয়েকজন সদস্য আহত হয়েছেন। স্বাগত কিশোর দাস চৌধুরী বর্তমানে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে মূমুর্ষ অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।



তিনি আরো বলেন, বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে গোটা দেশটাকেই এখন সন্ত্রাস আর খুনোখুনীর লীলাভূমিতে পরিণত করেছে। রক্তের একটি দাগ শুকানোর আগেই আরেকটি রক্তপাত ঘটানো হচ্ছে। মানুষের তাজা রক্তে হাত ভেজাতে যেন উন্মাদ হয়ে গেছে সরকারী দলের সন্ত্রাসীরা। বিএনপি নেতাকর্মীদেরকে নিধনে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা দেশব্যাপী ধারাবাহিক রক্তপাতের লোমহর্ষক ঘটনায় প্রতীয়মান হয় যে,মনে হয় হত্যাকান্ড সংঘটনের লাইসেন্স পেয়ে গেছে সন্ত্রাসীরা।

বিবৃতিতে তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাস চৌধুরীকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে জেলায় সুসংগঠিত ও শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা ও অবদান রাখার জন্যই তিনি প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়েছেন। আর এ কারনেই তাকে হত্যার উদ্দেশ্যে নিজ বাসভবনে নির্মমভাবে কোপানো হয়েছে। আমি অবিলম্বে স্বাগত কিশোর দাস চৌধুরীর ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত স্বাগত কিশোর দাস চৌধুরীসহ তার পরিবারের আহত সদস্যদের আশু সুস্থতা কামনা করেছেন।
হৃদয়বিদারক পৈশাচিক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টা দিকে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীর জেলা শহরের কাশিনাথ সড়কের বাসার ভেতর ঢুকে ১৫/২০জন সন্ত্রাসীরা উপর হামলা গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে মূমুর্ষ অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

Post a Comment

Previous Post Next Post