![]() |
| কুলাউড়ায় হাতির আক্রমনে এক জনের মৃত্যু |
নিজস্ব প্রতিনিধিঃ জেলার কুলাউড়ায় হাতির আক্রমনে একজন নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়চন্ডি ইউনিয়নের মেরিনা চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহত গনি মিয়া (৪৫) উপজেলার কর্মধা ইউনিয়নের মনছড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ
ও স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই বাগান এলাকার পাহাড়ি
পথে হাতিটি নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে হাতি আক্রমন করলে ঘটনাস্থলেই গনি
মিয়া মারা যান। নিহত গনি মিয়া দীর্ঘদিন থেকে হাতির মাউত (রক্ষনাবেক্ষক)
পেশায় নিয়োজিত ছিলেন বলে জানা যায়।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
কুলাউড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শামীম মুসা মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়চন্ডি ইউনিয়নের মেরিনা চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহত গনি মিয়া (৪৫) উপজেলার কর্মধা ইউনিয়নের মনছড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।
![]() |
| নিহত গনি মিয়া (৪৫) |
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
কুলাউড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শামীম মুসা মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

