![]() |
| এপেঃ এ.এফ.এম ফৌজি চৌধুরী |
গত ২২ সেপ্টেম্বর ২০১৭খ্রিঃ শুক্রবার চট্টগ্রামের এশিয়ান এস.আর হোটেলের হল রুমে এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশের তৃতীয় বোর্ড সভা জাতীয় সভাপতি এপেঃ খোরশিদ-উল-আলম অরুন এর সভাপতিত্বে ও সঞ্চালনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জাতীয় সভাপতি, জাতীয় সহ সভাপতি, সদ্য অতীত জাতীয় সভাপতি ও এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশের ২০১৭ বর্ষের জাতীয় বোর্ডের নেতৃবৃন্দ এপেঃ ফৌজি চৌধুরীকে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এ ভূষিত করেন।
এপেঃ ফৌজি চৌধুরী লাইফ মেম্বার হওয়ায় এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশের জাতীয় সভাপতি এপেঃ খোরশিদ-উল-আলম অরুন, জাতীয় সহ-সভাপতি এপেঃ সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল সহ-জাতীয় নেতৃবৃন্দ, জেলা-০৪ অর্থাৎ সিলেটের জেলা গভর্ণর এপেঃ মিসবাহুর রহমান আলম, মৌলভীবাজার ক্লাবের লাইফ মেম্বারবৃন্দ, অতীত সভাপতিবৃন্দ ও ২০১৭ বর্ষের ক্লাব বোর্ডের সকল এপেক্সিয়ানদেরকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। - বিজ্ঞপ্তি
