ফলোআপ; মৌলভীবাজারে যুবলীগের সম্পাদকসহ ১১জনের বিরুদ্ধে মামলা

ফলোআপ; মৌলভীবাজারে যুবলীগের সম্পাদকসহ ১১জনের বিরুদ্ধে মামলা
ফলোআপ; মৌলভীবাজারে যুবলীগের সম্পাদকসহ ১১জনের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাবু স্বাগত কিশোর দাসের নিজ বাসায় ঢুকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার স্ত্রী জোনাকী দেব চৌধুরী।

২৩ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৮টায় জোনাকী দেব চৌধুরী বাদি হয়ে যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমনকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে এ মামলা দায়ের করা হয়।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মেদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টা দিকে মৌলভীবাজার শহরের কাশিনাথ সড়কের বাসার ভেতর ঢুকে ১৫/২০জন সন্ত্রাসীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাস চৌধুরীর উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা করে। এসময় তার পরিবারের সদস্যরা এগিয়ে এলে কাউন্সিলরের স্ত্রী জোনাকী দাস চৌধুরী, তার ছোট ভাইয়ের স্ত্রী তন্বী দাস চৌধুরী, চাচাত ভাই বাঁধন দাস চৌধুরী, চাচী রুমি দাস চৌধুরীর ওপর আক্রমন চালায় তারা। গুরুতর আহত অবস্থায় স্বাগত কিশোর দাস চৌধুরী ও পরিবারের অন্য সদস্যদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই কাউন্সিলরকে উন্নত চিকৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Post a Comment

Previous Post Next Post