অনলাইন ডেস্কঃ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে উলুআইল গ্রামে অগ্নিকান্ডে বাড়ি পুড়ে ভষ্মিভূত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) রাত ৯ টার দিকে মৃত সিতার মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘরের ভিতরে বৈদুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটলে কিছুক্ষণের মধ্যে আগুনে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র,স্বর্ণা লংকার,মোবাইল ফোন মূল্যবান কাগজ পত্রসহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌচ্ছে আগুণ নিয়ন্ত্রণে আনেন।
মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআইা) মহসীন ভৃইয়া বিষয়টি নিশ্চিত করেন।