ভারত-বাংলাদেশের যৌথ বিবৃতি প্রকাশ

ভারত-বাংলাদেশের যৌথ বিবৃতি প্রকাশ
নিউজ ডেস্কঃ ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের সফরের দ্বিতীয় দিন যৌথ বিবৃতি প্রদান করেছে ভারত ও বাংলাদেশ। ৬২ দফার বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যক্রম ও দ্বিপাক্ষিক সহযোগিতা ও সমঝোতার বিষয়গুলো উঠে এসেছে।

বিবৃতিতে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক সম্পর্কে বলা হয়। বৈঠকে ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার প্রতি নিন্দাজ্ঞাপন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান দুইজন।

এছাড়া মুক্তিযুদ্ধে নিহত ১৬৬১ ভারতীয় সেনার আত্মত্যাগকে স্বীকৃতি দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেন মোদী। মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ চিকিৎসা স্কিম ঘোষণা করে মোদী বলেন, প্রতি বছর ১০০ মুক্তিযোদ্ধাকে ভারতীয় হাসপাতালে বিশেষ চিকিৎসা দেয়া হবে। ১০ হাজার মুক্তিযোদ্ধার পরিবারের উত্তরাধিকারদের বৃত্তির মেয়াদ আরো ৫ বছর বৃদ্ধির ঘোষণা দেন।

Post a Comment

Previous Post Next Post