স্টাফ রিপোর্টারঃ মৌভীবাজার সাইক্লিং কমিউনিটি’র ৫০তম বাইক ফ্রাইডে উপলক্ষ্যে বাইসাইকেল শোভাযাত্রা ও কেক কাটার আয়োজন করা হয়।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে শহরের এম সাইফুর রহমান স্টেডিয়ামে স্বাদ এন্ড কোম্পানির সার্বিক সহযোগিতায় কেককাটা আয়োজন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বর হতে বাইসাইকেল শোভাযাত্রা করে এম সাইফুর রহমান স্টেডিয়াম এসে এ কেককাটা হয়। এতে প্রায় শতাধিক সাইক্লিষ্ট অংশগ্রহণ করে।
এ সময়,উপস্থিত ছিলেন স্বাদ এন্ড কো: মৌলভীবাজার শাখার কর্ণধার জাহেদ চৌধুরী,মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি’র মোডারেটর বৃন্দ।