ইন্দোনেশিয়ায় পুলিশ-জঙ্গি সংঘর্ষ, ৬ জঙ্গি নিহত

ইন্দোনেশিয়ায় পুলিশ-জঙ্গি সংঘর্ষ, ৬ জঙ্গি নিহত
অনলাইন ডেস্কঃ ইন্দোনেশিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয় সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নিহত হয়েছে।

রবিবারর স্থানীয় পুলিশের একজন মুখপাত্র ফ্রান্স বাঙ্গুরা মানজেরা জানান, দেশটির জাভা দ্বীপে পুলিশ অভিযান চলাকালে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয় এসময় ৬ জঙ্গি নিহত হয়।

এর আগে শনিবার সাতজন জঙ্গি পুলিশের একটি চৌকিতে হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। এরপর পুলিশ তাদের গাড়ি ধাওয়া করে। হামলাকারী সাত ব্যক্তি তাদের গাড়ি রেখে পূর্ব জাভার তুবানের কৃষি এলাকায় পালিয়ে যায়। ওই গ্রুপের এক সদস্যকে জীবিত গ্রেফতার করেছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post