করাচি কিংসের প্রেসিডেন্ট পদে আফ্রিদি

করাচি কিংসের প্রেসিডেন্ট পদে আফ্রিদি
অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাস দুয়েক হল, বিদায় নিয়েছেন পাকিস্তান সুপার লিগের নিজ দল পেশোয়ার জালমি থেকেও। হ্যাঁ আফ্রিদির কথা বলছি, পাকিস্তানি ড্যাশিং ক্রিকেটার আফ্রিদির কথা। পিএসএলে দুই বছর পেশোয়ারের সঙ্গে কাটানোর পর ব্যক্তিগত কারণ দেখিয়ে দলটিকে বিদায় জানান পাকিস্তানের এই তারকা অলরাউন্ডার। তাহলে এখন কি করবেন আফ্রিদি!

নতুন খবর হল, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী আসরের জন্য শহিদ আফ্রিদিকে দলভুক্ত করেছে করাচি কিংস। দলটিতে প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন বুম বুম খ্যাত এ তারকা ক্রিকেটার । ২০১৮ সালের পিএসএলে তাকে দ্বৈত ভূমিকায় দেখা যাবে। একই সাথে খেলোয়াড় ও দলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন আফ্রিদি।

করাচি কিংসের ভেরিফাইড টুইটার থেকে নিশ্চিত করা হয়েছে, আফ্রিদি প্রেসিডেন্ট হিসেবে দলটিতে যোগ দিয়েছেন। তবে আফ্রিদির দ্বৈত ভূমিকা নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলেনি করাচি কিংস। তবে তাকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটির মালিক সালমান ইকবাল।

গত ফেব্রুয়ারিতে পিএসএলের দ্বিতীয় আসরের ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটর্সকে হারিয়ে শিরোপা জয় করে আফ্রিদির পেশোয়ার জালমি। তবে আঙুলের চোটের কারণে তিনি ফাইনালে খেলতে পারেননি। টুর্নামেন্টে ২৫.২৮ গড়ে ১৭৭ রান করার পাশাপাশি দুই উইকেট নেন আফ্রিদি।

Post a Comment

Previous Post Next Post