স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার ভাটেরা রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে জামাল মিয়া (২৫) নামের এক বাক প্রতিবন্ধি যুবকের মৃত্যু হয়েছে। জামাল ভাটেরা ইউনিয়নের ইউনিয়নের ইসলামনগর গ্রামের তজমুল আলীর পুত্র।
সূত্রে জানান গেছে, ভাটেরা রেলওয়ে স্টেশন এলাকায় মঙ্গলবার ১১ এপ্রিল রাত সাড়ে ৭টার রেললাইন পারাপারের সময় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জামাল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে বুধবার তাকে দাফন করা হয়। কুলাউড়া রেলওয়ে থানার ওসি রবিউল আজম জামালের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।