রোনালদোর জোড়া গোলে বায়ার্নকে হারাল রিয়াল

রোনালদোর জোড়া গোলে বায়ার্নকে হারাল রিয়াল
স্পোর্টস ডেস্কঃ ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের মাঠে দারুণ এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

বুধবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের এই জয়ে শেষ চারে ওঠার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল জিনেদিন জিদানের দল।

ম্যাচের শুরুতেই আর্তুরো ভিদালের দারুণ হেডে এগিয়ে যায় বায়ার্ন। বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করতে পারতো চিলির এই মিডফিল্ডার পেনাল্টি মিস না করলে। কিন্তু তা না পারায় বিরতির পর পরই রিয়ালকে সমতা ফেরান রোনালদো। এক ঘণ্টা পার হতেই দশ জনের দলে পরিণত হওয়া স্বাগতিকরা এরপর আর রিয়ালকে ঠেকিয়ে রাখতে পারেনি। গোলরক্ষক মানুয়েল নয়ার দুর্দান্ত কয়েকটি সেভ করলেও শেষ পর্যন্ত রোনালদোর দ্বিতীয় গোলে হার মানতে হয় কার্লো আনচেলত্তির দলকে।

Post a Comment

Previous Post Next Post