মাতৃভাষা সম্মাননা পদক পেলেন এপেঃ শাহীন ও এপেঃ স্বপন কুমার দাস

মাতৃভাষা সম্মাননা পদক পেলেন এপেঃ শাহীন ও এপেঃ স্বপন কুমার দাস
স্টাফ রিপোর্টারঃ মহান মাতৃভাষা সম্মাননা পদক পেলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০১৫ বর্ষের প্রেসিডেন্ট এপেঃ শাহীন আহমদ ও ২০১৭ বর্ষের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ স্বপন কুমার দাস। ২৩ ফেব্র“য়ারী বিকাল ৫ টায় সেগুনবাগিচাস্থ প্রফেসর আক্তার ইমাম অডিটরিয়ামে মানবাধিকার সংগঠন ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস আয়োজিত মাস ব্যাপী মাতৃভাষা উৎসব উপলক্ষে “সর্বস্তরের বাংলা ভাষা চালু করতে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনাইটেড মুভমেন্ট হিউমেন রাইটস এর চেয়ারম্যান এডভোকেট লুৎফুল আহসান  বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিমকোর্টের বিচারপতি শিকদার মকবুল হক। উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন ভাষাসৈনিক রেজাউল করিম। প্রধান আলোচক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. কর্ণেল মঞ্জুর মুর্শেদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান প্রমুখ। আলোচনা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সারাদেশের ২০জন ব্যক্তিকে মহান মাতৃভাষা সম্মাননা পদক ২০১৬ প্রদান করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে কাজী সাবরিনা ফাতেমী মৌলার লেখা “পয়েমস্ অব লাইফ এন্ড গিগনিটি” শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। সমাজে বিশেষ অবদান রাখার জন্য আলাদা আলাদা ভাবে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের এপেঃ শাহীন আহমদ (ব্যবসা ও সমাজ সেবা) ও এপেঃ স্বপন কুমার দাস (শিক্ষা ও সমাজসেবা) কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post