জাফলংয়ে পিয়াইন নদীতে নিখোঁজের ৮ দিন পর শ্রমিকের লাশ উদ্ধার

জাফলংয়ে পিয়াইন নদীতে নিখোঁজের ৮ দিন পর শ্রমিকের লাশ উদ্ধার
 নিউজ ডেস্কঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজের আট দিন পর এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ মার্চ) পিয়াইন নদীর লামাপুঞ্জি এলাকা থেকে গোয়াইনঘাট থানা পুলিশ নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করে। নিহত শ্রমিক উপজেলার আমবাড়ি হাওর গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র তাজ উদ্দিন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গত ২১ ফেব্রুয়ারি রাতে লামাপুঞ্জি এলাকায় পিয়াইন নদীর বালুচলের খুপরি ঘরে ঘুমিয়ে ছিলেন তাজ উদ্দিন। হঠাৎ করে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে যান তিনি। স্থানীয় লোকজন বুধবার দুপুরে লামাপুঞ্জি এলাকায় তাজ উদ্দিনের লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই হারুন আর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজের আট দিন পর শ্রমিকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post