অপসারণ করা হচ্ছে সৌন্দর্য্যহানিকর সাইনবোর্ড

সিলেটে অপসারণ করা হচ্ছে সৌন্দর্য্যহানিকর সাইনবোর্ড
অনলাইন ডেস্কঃ সিলেট মহানগরীর বিভিন্ন সড়কের পাশে এবং বৈদ্যুতিক খুটিতে সাঁটানো ব্যানার ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণে আবারও অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। অভিযান শুরুর প্রথম দিনে ১৭টি বৃহাদাকার সাইনবোর্ড এবং অর্ধশত ছোট আকারের বক্স সাইন ও ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের নেতৃত্বে বুধবার (১ মার্চ) বিকেল ৩টায় কোর্ট পয়েন্ট থেকে অভিযান শুরু করা হয়।

পরবর্তীতে জিন্দাবাজার পয়েন্ট থেকে পূর্ব জিন্দাবাজার পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন মার্কেটের দোকান কর্তৃপক্ষকে বৈদ্যুতিক খুঁটি এবং রাস্তা সংলগ্ন স্থানে যত্রতত্রভাবে সৌন্দর্যহানিকর বক্স সাইন, স্ট্যান্ড সাইন ও ব্যানার-ফেস্টুন লাগানো থেকে বিরত থাকার আহবান জানানো হয়।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, সিলেট মহানগরীর সৌন্দর্য রক্ষার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। এর আগেও একাধিকবার অভিযান চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে মহানগরীর সৌন্দর্য্য রক্ষায় সচেতন থাকতে হবে। বারবার অনুরোধ জানানো স্বত্ত্বেও যারা সৌন্দর্য্য নষ্ট হয় এবং জনসাধারণ চলাচলে বিঘ্ন হয় এরকম সাইনবোর্ড-ফেস্টুন পুনরায় লাগাবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবে সিলেট সিটি কর্পোরেশন।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মো. বদরুল হক, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান, হিসাব রক্ষণ আ ন ম মনছুফ, ট্যাক্সেসন অফিসার আবদুল আজিজ, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাসসহ কর আদায় শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post