৪৬ বছর বয়সেও 'পরিণত' হননি রাহুল!

৪৬ বছর বয়সেও 'পরিণত' হননি রাহুল!
অনলাইন ডেস্কঃ সহ-সভাপতি রাহুল গান্ধীই এবার ভারতের পাঁচ রাজ্যের নির্বাচনে কংগ্রেসের কাণ্ডারি হয়ে মাঠে নেমেছেন। সভানেত্রী সনিয়া গান্ধী অসুস্থতার কারণে ঘরে প্রায় বন্দী জীবনযাপন করছেন। বাকি চার রাজ্যে তো নয়ই, এমনকি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারেও এবার থাকেননি তিনি।

সনিয়ার পর সহ-সভাপতি রাহুলেরই কংগ্রেস সভাপতির পদে অভিষিক্ত হওয়া স্বাভাবিক। কিন্তু উত্তরপ্রদেশ নির্বাচনে অখিলেশ যাদবের সঙ্গে জোটের ব্যাপারে প্রিয়াঙ্কা গান্ধীর গুরুত্বপূর্ণ ভূমিকার পর ঘটনা অন্য দিকে মোড় নেয়। অনেকেই নিশ্চিত হয়ে যান, প্রিয়াঙ্কাই কংগ্রেসের পরবর্তী সভাপতি।

২০১৪ লোকসভা নির্বাচনে ব্যর্থতার পর তেমন বড় কোনও সাফল্য রাহুল পাননি। তাই কংগ্রেসের কৌশল বদলও অস্বাভাবিক ছিল না।

তবে শুক্রবার একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিত ও কংগ্রেস নেত্রী জানিয়ে দিলেন, প্রিয়াঙ্কা নন, রাহুল পরবর্তী কংগ্রেস সভাপতি হচ্ছেন। তবে রাহুলের পরিপক্ক হতে আরও সময় লাগবে। কারণ রাহুলের বয়স এখনো চল্লিশের কৌঠায় (৪৬)। সবার উচিত তাকে আর একটু সময় দেয়া।

Post a Comment

Previous Post Next Post