অগ্রণী উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অগ্রণী উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
স্টাফ রিপোর্টার: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে র‌্যালি এবং ‘অনির্বাণ’ ও ‘বহ্নিশিখা’ নামে দু’টি দেয়ালিকা প্রকাশ করে। বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাধিকা রাজভর এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া তাবাসসুম, সামিহা ইয়াসমিনের যৌথ সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহান ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশে নাটিকা, ছড়া, কবিতা আবৃত্তি, একুশের গান পরিবেশন করে।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. কামাল মিয়া, সদস্য আসিদ মিয়া, সহকারি শিক্ষক এরশাদ হোসাইন, আফিয়া বেগম, ফণীভূষণ চন্দ, সঞ্জয় দেবনাথ, নূর ইসলাম, শফিকুল ইসলাম, জয়রাজ উল্ল্যা, নীলিমা রান প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post