কুলাউড়ায় অগ্নকিাণ্ডে বাড়ি ভষ্মভিূত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

 কুলাউড়ায় অগ্নকিাণ্ডে বাড়ি ভষ্মভিূত, ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
শাকির আহমদ: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অগ্নিকাণ্ডে সম্পত্তির দলিল দস্তাবেজ, মূল্যবান স্বর্ণাঙ্কার সহ ফ্রিজ, টিভি, আসবাবপত্রসহ বাড়ি পোড়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এসময় একজন এসএসসি পরীক্ষার্থী জুই’র প্রবেশ পত্র এবং ইয়াকুব তাজুল মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীর প্রবেশপত্রসহ সহ যাবতীয় ডকুমেন্ট পোড়ে গেছে।

শুক্রবার জুম্মার নামাজের সময় দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার বরমচাল ইউনিয়নের উসমানপুর গ্রামের দুদু মিয়া ও চুনু মিয়ার বাড়ীতে ঘটনাটি ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১ টা ৩০ মিনিটে জুম্মার নামাজে থাকায় পুরুষশুন্য বাড়িতে মহিলারা হঠাৎ আগুনের লেলিহান শিখা জ্বলছে দেখতে পান। প্রাথমিক পর্যায়ে তারা আগুণ নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে চিৎকার-চেচাঁমেচি করে আত্মরক্ষার্থে পরিবারের সকল সদস্যরা বাড়ীর বাইরে চলে যান। কিছুক্ষণের মধ্যে আগুনে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ঘরে থাকা যাবতীয় দলিল-দস্তাবেজ, আসবাবপত্র, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পোড়ে ছাই হয়ে যায়। এমনকি ঘরে থাকা এবারের এসএসসি পরীক্ষার্থীর এডমিট কার্ডও পুড়ে যায়।

স্থানীয় মো. কামাল হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুর ২ টায় প্রথমে একটি ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় দ্বিতীয় পর্যায়ে দুপুর আড়াইটায় ফায়ার সার্ভিসের আরেকটি গাড়ি এসে ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বরমচাল ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্জ্ব আব্দুল আহবাব চৌধুরী সাহজাহান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।

এদিকে একই দিনে দুপুর ১২ টা ৩৫ মিনিটে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমানপুর গ্রামের মিয়ার বাড়িতে আগুন লেগে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এবিষয়ে উপজেলা ফায়ারসার্ভিসের ইনচার্জ মো. দেওয়ান আলী জানান, দুপুর ১২ টা ৩০ মিনিটে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমানপুর গ্রামে খরের স্তুপে আগুন লেগে তিজন বাড়ির মালিকের প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এরপর দুপুর দেড়টায় বরমচালের দুদু মিয়ার বাড়িতে আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ করার আগেই প্রায় ৫০-৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুদু মিয়ার বাড়িতে বিদ্যুৎ শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারনা।আগুন নেভানোর সময় ফায়ারম্যান অসীম কুমার সিংহ এবং আনোয়ার হোসেন আহত হোন।

Post a Comment

Previous Post Next Post