অনলাইন ডেস্কঃ সুনামগঞ্জের তারিহপুরের সীমান্তবর্তী এলাকার লোকালয়ে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী 'বিন্টুরং'। বন বিভাগের তথ্যমতে, দক্ষিন-পুর্ব এশিয়াতে এদের বসবাস হলেও ইতিমধ্যে এই প্রজাতির সত্তরভাগই বিলুপ্ত হয়ে গেছে।
সোমবার সকালে ভারতের সীমান্তবর্তী তাহিরপুরের ব্রাম্মনগ্রামে একটি গাছ থেকে পড়ে যায় বিন্টুরংটি। এসময় খবর পেয়ে প্রাণিটিকে নিজেদের তত্বাবধানে এনে প্রাথমিক চিকিৎসা দেয় সিলেট বনবিভাগ। উদ্ধারের পর প্রাণীটিকে শ্রীমঙ্গলে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও সংরক্ষন কেন্দ্রে পাঠানো হয়েছে।নবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিন্টুরাং গভীর বনের একটি নিশাচর প্রাণী।
সেখানে নিবিড় পযর্বেক্ষনে রেখে চিকিত্সা দেয়া হবে বলে জানান, বন কর্মকর্তা আর এস এম মুনিরুল ইসলাম। তিনি জানান, প্রাণীটি সুস্থ্ হলে বিষেজ্ঞদের মতামত নিয়ে অবমুক্ত করণের উদ্দোগ নেয়া হবে। উদ্ধার হওয়া বিন্টুরংটির ওজন প্রায় ২০ কেজি, লম্বা ৫ ফুট ও উচ্চতা প্রায় ২ ফুট।
বিপন্ন প্রানীর তালিকায় থাকা বিন্টুরং বাংলাদেশে এর আগে ক্যামেরা ট্রাকিংয়ের মাধ্যমে অস্থিত দেখা গেলেও বাস্তবে এই প্রথম দেখা গেলো।
বন বিভাগের কর্মকর্তারা জানান, গেলো এক দশকে অধিকাংশ 'বিন্টুরং' বিলুপ্ত হয়ে গেছে।
