রাতের ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার

রাতের ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার
অনলাইন ডেস্কঃ দিনে ভারতের ত্রিপুরা থেকে উৎপত্তি হলেও রাতের ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারারের মাওলাইক। বাংলাদেশ সময় বুধবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে অনুভূত হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ১। 
ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটে দেখানো হয়েছে, মিয়ানমারের মাওলাইক এলাকার ৩৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই ভূমিকম্পের উৎপত্তি। ভূ-পৃষ্ঠ থেকে উৎপত্তিস্থলের গভীরতা ছিল ৯৩.২ কিলোমিটার। 
এর আগে মঙ্গলবার বিকাল ৩টা ৯ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ত্রিপুরার আম্বাসা এলাকায়, ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। এতে আতঙ্কে সুনামগঞ্জে দুজনের মৃত‌্যু এবং কয়েকটি স্থানে আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া যায়। ভূমিকম্পের সময় ত্রিপুরায় আতঙ্কগ্রস্ত হয়ে এক নারীর মৃত‌্যু এবং চারজন আহত হয়েছে বলে খবর দেয় টাইমস অফ ইন্ডিয়া। 
এছাড়া কয়েকটি স্থানে ভূমিধস ঘটে। তবে বাংলাদেশ সময় মধ্যরাতের পর মিয়ানমারের ভূমিকম্পে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Post a Comment

Previous Post Next Post