নতুন বছরে ন্যান্সির দুটি একক অ্যালবাম

নতুন বছরে ন্যান্সির দুটি একক অ্যালবাম
বিনোদন ডেস্কঃ জনপ্রিয় গায়িকা ন্যান্সির দুটি একক অ্যালবাম খুব শিগগির প্রকাশ করা হচ্ছে। এগুলোর নাম হলো 'যতনে' ও 'বোবা হৃদয়'। আর কয়েকদিন পরেই 'যতনে' অ্যালবামটি প্রকাশ করা হবে। এর একমাসের মাথায় প্রকাশ পাচ্ছে 'বোবা হৃদয়' অ্যালবামটিও।

একক অ্যালবাম দুটি নিয়ে বেশ আশাবাদী ন্যান্সি। তিনি বলেন, এক মাসের ব্যবধানে অ্যালবাম প্রকাশ হবে চিন্তা করিনি। তবে দুটো অ্যালবামই বেশ ভালো হয়েছে। চলতি প্রজন্মের শিল্পী, সুরকার ও গীতিকাররা কাজ করেছেন। বাণিজ্যিকের পাশাপাশি কিছু মনের মতো গানও হয়েছে।

একক অ্যালবাম দুটি ছাড়াও আরও কিছু মিশ্র অ্যালবামের কাজও করছেন ন্যান্সি। পাশাপাশি কণ্ঠ দিচ্ছেন চলচ্চিত্রের গানেও।

Post a Comment

Previous Post Next Post