প্রেসক্রিপশন পড়ার উপযোগী করে লেখার নির্দেশ

প্রেসক্রিপশন পড়ার উপযোগী করে লেখার নির্দেশ
অনলাইন ডেস্কঃ চিকিৎসকদের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) পড়ার উপযোগী ও স্পষ্ট এবং বড় অক্ষরে লেখার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিএমডিসির রেজিস্ট্রারকে সার্কুলার জারি করতে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ এই নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ছয় সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বিএমডিসির রেজিস্ট্রারকে এই সার্কুলার জারির বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রেসক্রিপশনে চিকিৎসকরা কী লেখেন তা বুঝতে সমস্যা হয় বলে অভিযোগ রয়েছে অনেকেরই।

তবে ঢালাওভাবে সব চিকিৎসকদের বিরুদ্ধে এমন অভিযোগ নেই। আইনজীবী মনজিল মোরসেদ জানান, জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। সুত্রঃ জনকন্ঠ

Post a Comment

Previous Post Next Post