ক্যান্সার আক্রান্ত (সি,এইচ,সিপি) সামছুন নাহারকে বাঁচাতে আকুল আবেদন

ক্যান্সার আক্রান্ত (সি,এইচ,সিপি) সামছুন নাহারকে বাঁচাতে আকুল আবেদন
স্টাফ রিপোর্টারঃ যে মানুষটি এক সময় গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সাধারন মানুষকে বিনা টাকায় চিকিৎসা সেবা দিয়ে যেতো, সেই আজ টাকার অভাবে বিনা চিকিৎসায় মৃত্য পথযাত্রী। টাকার অভাবে তার এখন চিকিৎসা চলছে না। গুরুতর অসুস্থ এই (সি,এইচ,সিপির) নাম হচ্ছে সামছুন নাহার (২৭)।


তিনি পটুয়াখালি জেলার গলাচিপা উপজেলার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) হিসাবে চরবিশ্বাস আলী হাওলাদার বাড়ি দরজার কমিউনিটি ক্লিনিকে কাজ করেন। গত প্রায় ৩ মাস আগে সামছুন নাহার ঝুমুর জটিল রোগ ব্লাড ক্যান্সারে আক্রন্ত হয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। তার দিনমজুর (দর্জি) স্বামী তরিকুল ইসলামের সহায় সম্বল যা আছে তা দিয়ে তাকে গুরুতর অবস্থায় প্রথমে দেশে চিকিৎসা শুরু করে। তার অবস্থা গুরুতর হলে ডাক্তারদের পরমর্শে ভারতের ঠাকুর পুকুর ক্যন্সার হাসপাতালে চিকিৎসার জন্য যায়। কিন্তু সেখানে চিকিৎসা করতে ৩০ লাখ টাকার প্রয়োজন হয়। কিন্তু দরিদ্র পরিবারটির কাছে এতো টাকা নেই। তাই বাধ্য হয়ে চিকিৎসা ছাড়াই দেশে চলে এসে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সামছুন নাহারের ৫ বছরে একটি শিশু সন্তান রয়েছে। সামছুন নাহারকে বাঁচাতে অসহায় পরিবারটি প্রধান মন্ত্রীসহ দেশ বাসীর কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছে। তাকে সাহায্য পাঠাতে অগ্রণী ব্যাংক, পটুয়াখালী, গলাচিপা শাখায়, সামছুন নাহার, হিসাব নং ০২০০০০৯১২০২৬৪। ফোন নং ০১৭২২-৫৪৩১১৮। এছাড়া কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বরিশাল বিভাগের চিকিৎসা ও অনুদান সহায়তা ফান্ড ন্যাশনাল ব্যাংক, বরিশাল শাখা, হিসাব নং ১০১৩০০২০৬৭৬০৯।

Post a Comment

Previous Post Next Post