১২ বার সাপের কামড় খেয়ে এখনও জীবিত যে যুবক!

১২ বার সাপের কামড় খেয়ে এখনও জীবিত যে যুবক!
অনলাইন ডেস্কঃ ভারতের বিজয়পুরে বসবাসকারী ২০ বছর বয়সী এক যুবক গত এক মাসে, ৪ বার সাপের কামড় খেয়েছে। যার মধ্যে দু’টি ছিল কিং কোবরা। এইভাবে তার ২০ বছরের জীবনে ১২ বার সাপের কামড় খেয়েছেন লিঙ্গারাজু এস।

প্রথম তাকে সাপ কামড়েছিল পাঁচ বছর আগে। তখন তিনি পরিবারের সঙ্গে শোলাপুর নামক এলাকায় থাকতেন। এরপর প্রায় সাতবার সাপের কামড় খেয়েছেন তিনি। তার মা-বাবা চিন্তিত হয়ে চিকিৎসকের পরামর্শ নেন। সেই চিকিৎসক প্রায় ৬ মাস ধরে তার শুশ্রুষা করেন।

তার বাবা-মা ভাবতে শুরু করেন যে, তাদের ছেলের উপরে নিশ্চয় কোন অভিশাপ রয়েছে। কারণ, সে যেখানেই যায়, সেখানেই তাকে সাপ কামড়ায়। এর জন্য তারা গ্রামেরই এক আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেন। চিকিৎসক জানান যে, এ এক মিরাকেল যে ১২ বার সাপের কামড় খেয়েও সে আজও বেঁচে রয়েছে।

Post a Comment

Previous Post Next Post