অনলাইন ডেস্কঃ
আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিলাসী জীবনের অনেক
কিছুই ত্যাগ করতে হচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে তার সোনায় মোড়ানো প্রিয়
ব্যক্তিগত বিমান বোয়িং ৭৫৭, যা বিশ্বের সবচেয়ে বিলাসী এবং ব্যয়বহুল
বিমানগুলোর মধ্যে অন্যতম।
মঙ্গলবার
নির্বাচনে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পকে
হোয়াইট হাউজে যাওয়ার পর থেকে থাকতে হবে কঠোর প্রটোকলে। তাই সখের বিমানটিতে
চড়ে আর আগের মতো বেড়ানো হবে না তার।
রিপাবলিকান
পার্টিকে দীর্ঘ আট বছর পরে ক্ষমতায় ফেরানো ট্রাম্পের ব্যক্তিগত জীবন
ব্যাপক বিলাসবহুল। ৫৮তলার একটি বাড়িতে নবনির্বাচিত এই প্রেসিডেন্টের
একাধিক বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে ব্যক্তিগত হেলিকপ্টার, একাধিক গল্ফ
কোর্স, প্রমোদ তরণী, প্রাইভেট জেটও রয়েছে।