স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় বাল্য বিয়ে আয়োজনের অপরাধে বর সহ ৪ জনকে বিনাশ্রম কারাদন্ড ও আরও ৩ মহিলাকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের জেল জরিমানা করেন কুলাউড়া উপজেলার নির্বার্হী কর্মকর্তা তাহছিনা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান নবাব আলী বাকর খান, কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এমএ রহমান আতিক।
জানা যায়, কর্মধা উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরিক্ষার্থীর সাথে বিয়ের আয়োজন করা হয় পার্শবর্তী পৃথিমপাশা ইউনিয়ন সম্মান গ্রামের মোশাহিদ আলীর সাথে। আজ শুক্রবার তাদের বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান অভিযান চালিয়ে বিয়ে পন্ড করে দেন।
এসময় বর মোশাহিদ আলীকে ৩ দিন, বরের বড় ভাই ইসমাইল আলীকে ৭ দিন, কনের ভাই রুবেল মিয়াকে ১ মাস, ভগ্নপতি আব্দুস সালামকে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং কনের ভাবি মরিয়ম বেগমকে ১ হাজার, কনের মা খতিবুন বেগমকে ১ হাজার, কনের খালা তালেবুন বেগমকে ১ হাজার টাকা করে অর্থ দন্ড দেওয়া হয়। পরে দন্ড পাপ্তদের জেল হাজতে পেরণ করা হয় ও অর্থ দন্ডের আসামিরা জরিমানা প্রদান করে মুক্তিলাভ করেন।