'অনলাইন নীতিমালা চূড়ান্ত'

'অনলাইন নীতিমালা চূড়ান্ত'
অনলাইন ডেস্কঃ প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী বলেছেন, অনলাইন নীতিমালার ৯৮ শতাংশ চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে ১৮শ’র বেশি অনলাইন মিডিয়া নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর মধ্যে ৬০-৭০টি অনলাইন টেলিভিশন, ৩০-৩৫টি অনলাইন রেডিও। আমরা আশা করছি, আরেকটি সভার মাধ্যমে অনলাইন নীতিমালা চূড়ান্ত করা সম্ভব হবে। আজ বিকেলে ‘মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ এসডিজি, জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়’ সভায় তিনি এসব কথা বলেন। 
তথ্য অধিদপ্তর ও আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের উদ্যোগে প্রেসক্লাবে আয়োজিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাবেক সভাপতি আলহাজ আলী আব্বাস, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, তথ্য অধিদপ্তরের চিফ ফিচার রাইটার মো. আলী সরকার প্রমুখ। 
প্রধান তথ্য কর্মকর্তা বলেন, সম্প্রচার নীতিমালা পাস হয়েছে। সম্প্রচার আইন সংসদে যাবে। আমরা চাই সব নীতিমালার মধ্যে সমন্বয় রাখতে। আশা করছি, এ কাজে সকলের সহযোগিতায় আমরা সফল হবো। তিনি আরো বলেন, জাতির মর্যাদা রক্ষার জন্য যা যা করতে হয়, তা অবশ্যই অনলাইন নীতিমালায় থাকবে। তবে এ ক্ষেত্রে সাংবাদিকদের সচেতন হওয়া খুব জরুরি। যে সংবাদ প্রকাশ করলে অরাজক পরিস্থিতি তৈরি করবে, সেই সংবাদ প্রকাশ না করাই একজন সচেতন সাংবাদিকের দায়িত্ব। সুত্রঃ বিডি প্রতিদিন

Post a Comment

Previous Post Next Post