'বংশধর' নাটকের মঞ্চায়ন ১৪ নভেম্বর

'বংশধর' নাটকের মঞ্চায়ন ১৪ নভেম্বর
কাওছার, জবিঃ মুনীর চৌধুরী (১৯২৫-১৯৭১) বাংলাদেশের নাট্যাঙ্গনে এক অনবদ্য নাম, তিনি একাধারে ছিলেন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং শহীদ বুদ্ধিজীবী ।

মুনীর চৌধুরী স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত মুনীর চৌধুরী নাট্যোৎসবে আগামী ১৪ নভেম্বর বর্তমান সময়ে মুনীর চৌধুরীর 'বংশধর' নাটকটি উনার ভাবনার নিরিখেই যুগোপযোগী ভঙ্গিমায় উপস্থাপন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, নাট্যকলা বিভাগ ।
নাটকের নির্দেশনায় জবি নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল হালিম প্রামানিক সম্রাট এবং অভিনয়ে নাট্যকলা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ।

উল্লেখ্য, মুনীর চৌধুরী উক্ত নাটকে সমাজের নানা নেতিবাচকতাকে বাঁদরের বংশধর হিসেবে রূপকের আড়ালে প্রকাশ করেছেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমিস্থ স্টুডিও থিয়েটার হলে আগামী ১৪ নভেম্বর সন্ধ্যা ৬.৩০ টায় নাটকটির মঞ্চায়ন হবে ।

Post a Comment

Previous Post Next Post