স্পোর্টস ডেস্কঃ
রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী
আর্জেন্টিনাকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। এই ম্যাচ শেষে
লিওনেল মেসির দলকে লজ্জায় ডুবিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও ধরে রাখলো
নেইমার বাহিনী।
আজ
ভোর পৌনে ৬টায় ব্রাজিলের বেলো হোরিজন্তে মাঠে নামে ফুটবলের
চিরপ্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি আর্জেন্টিনা-ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই
আতিথ্য নেওয়া মেসি বাহিনীকে চেপে ধরে খেলতে থাকে স্বাগতিকরা। খেলার ২৫তম
মিনিটে প্রথম লিড নেয় ব্রাজিল। নেইমারের অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে নেন
ফিলিপ কোউতিনহো (১-০)।
প্রথমার্ধের
যোগ করা অতিরিক্ত সময়ে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। দলের হয়ে
দ্বিতীয় গোলটি করেন মেসির বার্সা সতীর্থ নেইমার। গ্যাব্রিয়েল জিসাসের
অ্যাসিস্ট থেকে গোলটি করেন নেইমার।
বিরতির
পর আর্জেন্টিনাকে ম্যাচ থেকে ছিটকে দেন পাউলিনহো। রেনাতো অগাস্টোর সহায়তায়
ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন পাউলিনহো (৩-০)। ম্যাচের বাকি সময়ে
ব্যবধান কমাতে পারেনি এদগার্দো বাউজার শিষ্যরা। ফলে ৩-০ গোলের ব্যবধানে জয়
নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।
এ
ম্যাচে জয়ের ফলে বাছাইপর্বের পয়েন্ট টেবিলে ব্রাজিলের আধিপত্য বিরাজ করছে।
এখন পর্যন্ত ১১ ম্যাচে সর্বোচ্চ ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে দলটি।
অন্যদিকে বিশ্বকাপ শঙ্কায় দিন কাটছে আর্জেন্টিনার। কারণ ১১ ম্যাচে ১৬
পয়েন্ট নিয়ে বর্তমানে ছয়ে রয়েছে আর্জেন্টিনা। এ তালিকায় শীর্ষ চার দল
বিশ্বকাপ খেলবে। পঞ্চম দলকে ইন্টার-কনফেডারেশনে প্লে-অফ খেলতে হবে।