ধরা পড়লো ৩২ কেজি ওজনের কাতল

ধরা পড়লো ৩২ কেজি ওজনের কাতল
অনলাইন ডেস্কঃ পদ্মা নদীতে স্থানীয় জেলেদের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বড় কাতল মাছ। মাছটি বিক্রি করার জন্য ৩০ হাজার টাকা হাঁকানো হয়েছে।

শুক্রবার দুপুরে জেলেদের জালে ধরা পড়ার পর বিকেলে মাছটি বিক্রির জন্য চরভদ্রাসন বাজারে আনা হয়। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।স্থানীয় জেলে মো. জালাল মোল্লার জালে বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। বিক্রির জন্য স্থানীয় বাজারের রফিকের আড়তে আনা হয় মাছটি।

মো. জালাল জানান, মাছটি এককভাবে কেউ না কিনলে ৬ ভাগা করে ৫ হাজার টাকা করে ভাগা বিক্রি করা হবে। পরে স্থানীয় মোতালেব মোল্যা নামের এক ব্যবসায়ী ২৮ হাজার টাকায় মাছটি কেনে নেন।

স্থানীয় মাছ শিকারি হাবিবুর রহমান জানান, বেশ কিছু দিন আগে পদ্মা নদী থেকে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছিল। এবার ধরা পড়েছে ৩২ কেজি ওজনের কাতল মাছ।

Post a Comment

Previous Post Next Post