আমিন জাহানঃ কুলাউড়ার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের চতুর্থ বর্ষে পদার্পন উপলক্ষে ৪ নভেম্বর শুক্রবার বিকেলে কুলাউড়া ডিগ্রি কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ ছাত্র কল্যাণ
সমিতি ঢাবি'র সহ সভাপতি ও সোস্যাল কেয়ার অব নেশনের সিনিয়র সদস্য ছাত্রনেতা
সাঈদ খান শাওন।
সংগঠনের সভাপতি খায়রুল কবির জাফরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সায়েম আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরমেয়র আলহাজ শফি আলম ইউনুছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, কামরাঙ্গা সম্পাদক কামরুল হাসান, সাপ্তাহিক সীমান্তের ডাকের চিফ রিপোর্টার এস আলম সুমন, প্রিয় কুলাউড়া ও ডেইলি বিডি মেইলের সম্পাদক সংগঠক একেএম জাবের, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক নাজমুল বারী সোহেল ও শেড অব নেচারের উপজেলা শাখার সভাপতি সিরাজুল আলম জুবেল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, , তালামীযের আহ্বায়ক নুরুজ্জামান রাসেল, ব্যবসায়ী একেএম ফরহাদ হোসেন, শাহীদ
আহমদ, মোঃ আলাউদ্দিন, আব্দুল হাদী, আব্দুর রহমান, সোহেল রানা, সোস্যাল কেয়ার অব
নেশনের সহ সভাপতি মোহাইমিনুল ইসলাম মাহিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনিম
সাজেদ, সহ সাংগঠনিক সম্পাদক নাঈদ খান নয়ন, প্রচার সম্পাদক আসিকুল ইসলাম
বাবু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাহিদ আহমদ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক
শফিকুল ইসলাম আরিফ, সিনিয়র সদস্য- আজিজুল ইসলাম উজ্জ্বল, সোহেল আহমদ, জামিল
আহমদ চৌধুরী, আব্দুস সামাদ চৌধুরী, রনি আহমেদ এবং মোঃ ফয়সল আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের নিয়ে কেক কাটা হয়।


