পরিত্যক্ত ম্যাচ দিয়েই শুরু বিপিএল

পরিত্যক্ত ম্যাচ দিয়েই শুরু বিপিএল
স্পোর্টস ডেস্কঃ পরিত্যক্ত ম্যাচ দিয়েই শুরু হলো বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। বিপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো গেল আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। কিন্তু বৃষ্টির বাগড়ায় খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
নির্ধারিত সময় অনুযায়ী টস হলেও বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে। পরবর্তীতে বৃষ্টি না থামায় বিকেল চারটা পঞ্চাশ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। বিপিএলের বাইলজ অনুযায়ী দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নেবে।
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে পাঁচ ওভারের ম্যাচ আয়োজনের একটা সম্ভাবনা ছিল। দর্শকরাও মাশরাফি-সাব্বিরদের খেলা উপভোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় সবাইকে নিরাশই হতে হলো।
বৃষ্টির কারণে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের মধ্যকার দ্বিতীয় ম্যাচটিতেও পয়েন্ট ভাগাভাগি হয়ে গেলো। রাত ৯টা ২৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে রংপুর আর খুলনার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি নিয়ারমুর রশীদ রাহুল।
দিনের দ্বিতীয় ম্যাচ সম্পর্কে ম্যাচ রেফারী বলেন, ‘নিয়ম অনুযায়ী রাত ১০টার মধ্যে খেলা শুরু না হলে এ ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করাহ হবে। তবে সোয়া নয়টার মধ্যে মাঠের কভার ওঠানো না গেলে আগেই ঘোষণা হতে পারে তা। কারণ এরপর বৃষ্টি থামলেও নির্ধারিত সময়ে মাঠ শুঁকানোর কাজ শেষ হবে না।’ এই কথা বলার ১০ মিনিট পরই পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।
এর আগে টানা প্রায় সাড়ে তিন ঘণ্টা গুড়ি গুড়ি বৃষ্টি শেষে সন্ধ্যায় ক্ষণিকের জন্য থেমেছিল বৃষ্টি। এদিন সন্ধ্যা সাতটার দিকে বৃষ্টির তোপ কিছুটা কিছুটা থামে। পুরোপুরি না থামলেও মূল কভার সরানোর কাজ শুরু করে দেন মাঠকর্মীরা। কিন্তু মিনিট পাঁচেক পর আবার বৃষ্টির ধারা বারতে থাকে। ফলে বাধ্য হয়েই আবারও কভার দিয়ে ঢেকে ফেলেন উইকেট। এরপর থেকে টানা গুরু গুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে মিরপুরে।

Post a Comment

Previous Post Next Post