সাইদুল হাসান সিপনঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইছলাছড়া খাসিয়া পান পুঞ্জিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দফায় দফায় দুর্বৃত্তরা প্রায় দেড় শতাধিক পান গাছ র্কতন করেছে। এতে প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পান পুঞ্জির মন্ত্রী আলফায়স।
গত শনিবার ২২ অক্টোবর ইছলাছড়ার বালিকোনা পানজুমে ও ২৯ অক্টোবর রোববার গারোকোনা পানজুমে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আতঙ্কে রয়েছেন ইছলাছড়া পান পুঞ্জির খাসিয়ারা।
সরেজমিনে গেলে ইছলাছড়া খাসিয়া পুঞ্জির মন্ত্রী আলফায়স, বাসিন্দা জেসফার পতাম, অভিলাষ সুয়ের, হ্যাভেন লি ও বৃণাল সিরলা জানান আমরা রোববার ধর্মীয় আরাধনাার জন্য পান সংগ্রহের জন্য পানজুমে যাইনা। সেই সুযোগে গারোকোনা পানজুমে প্রায় শতাধিক পানসহ গাছ কর্তন করে ভূমি দখলের চেষ্টা করে শামীম ও তাঁর দল।
গত শনিবার ২২ অক্টোবর ইছলাছড়ার বালিকোনা পানজুমে ও ২৯ অক্টোবর রোববার গারোকোনা পানজুমে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আতঙ্কে রয়েছেন ইছলাছড়া পান পুঞ্জির খাসিয়ারা।
সরেজমিনে গেলে ইছলাছড়া খাসিয়া পুঞ্জির মন্ত্রী আলফায়স, বাসিন্দা জেসফার পতাম, অভিলাষ সুয়ের, হ্যাভেন লি ও বৃণাল সিরলা জানান আমরা রোববার ধর্মীয় আরাধনাার জন্য পান সংগ্রহের জন্য পানজুমে যাইনা। সেই সুযোগে গারোকোনা পানজুমে প্রায় শতাধিক পানসহ গাছ কর্তন করে ভূমি দখলের চেষ্টা করে শামীম ও তাঁর দল।
তারা আরও জানান, গত সপ্তাহ বালিকোনা পানজুমে ও পার্শ্ববর্তী পানজুমে প্রায় পঞ্চাশটি পান গাছ কর্তন করে বরমচালের খাদিমপাড়া এলাকার শামীম মিয়াসহ কতিপয় লোক। এসময় পান বাগানের প্রহরী বুলু মিয়া, রিপন মিয়া ও কয়ছর মিয়া বাঁধা দিতে গেলে শামীম ও তাঁর লোকজন প্রহরীদের মারধরের চেষ্টা চালায়। ইতোমধ্যে দির্ঘদিনধরে এই চক্রটি আদিবাসীদের পানজুমের ভূমি দখলের জন্য অবাধে বালিকোনা পানজুমের ফলজ এবং বনজ গাছ কেটে ফেলেছে।
এবিষয়ে ইছলাছড়া পান পুঞ্জির মন্ত্রী আলফায়স বাদী হয়ে গত ২৫ অক্টোবর কুলাউড়া থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেন।
কুলাউড়া থানার এ এস আই মহিন উদ্দিন অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম জানান, সিলেটের ঐতিহ্যবাহী পানশিল্প ধ্বংস করে ভূমিদখলের চেষ্টায় পানসহ গাছ কর্তনে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে।
এবিষয়ে ইছলাছড়া পান পুঞ্জির মন্ত্রী আলফায়স বাদী হয়ে গত ২৫ অক্টোবর কুলাউড়া থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেন।
কুলাউড়া থানার এ এস আই মহিন উদ্দিন অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম জানান, সিলেটের ঐতিহ্যবাহী পানশিল্প ধ্বংস করে ভূমিদখলের চেষ্টায় পানসহ গাছ কর্তনে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে।