রাজনগরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

রাজনগরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাইভেট কারের সাথে অটোরিক্সার (সিএনজি) মুখোমুখি সংর্ঘষে দুই সহোদরসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার  (১নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে  মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাটুরা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, আজাদ মিয়া (৩৯) ও তার ছোট ভাই শাহ আলম (২৭) রাজনগর উপজেলার প্রেমনগর গ্রামের দুরুদ মিয়ার ছেলে ও জুড়ী উপজেলার সিএনজি চালক শাহিন মিয়া।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চাটুরা এলাকায় সিলেটগামী প্রাইভেটকার (ঢাকা মেট্র-ক-০৩-৫৬৭০) ও কুলাউড়া থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিক্সার (মৌলভীবাজার-খ-১২-১৪৬৩) মুখোমুখী সংঘর্ষ হয়। স্থানীয়রা আজাদ মিয়া ও তাঁর ভাই শাহ আলমকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এবং আশংকাজন অবস্থায় সিএনজি চালক শাহিন মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আহত বাকি দুজনকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক বলেন, নিহতদের  ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

Post a Comment

Previous Post Next Post