হাকালুকিতে ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার

হাকালুকিতে ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলায় হাকালুকি হাওরের কাংলি গোবরকুড়ি বিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করে পোড়ানো হয়েছে। মঙ্গলবার সাড়ে ১০ টায় কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, হাকালুকি হাওরের কাংলী বিল এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করে পরে ভাটেরা স্টেশন বাজার সংলগ্ন এলাকায় ওই জাল পোড়ানো হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  করেন উপজেলা মৎস্য অফিসার মো: সুলতান মাহমুদ, এসআই কানাই লাল চক্রবর্তী, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সিএনআরএস।
উপজেলা মৎস্য অফিসার মো: সুলতান মাহমুদ এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
হাকালুকিতে ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার

Post a Comment

Previous Post Next Post