বিয়ে করলেন হ্যাপি

বিয়ে করলেন হ্যাপি
অনলাইন ডেস্কঃ অবশেষে বিয়ে করলেন সেই নাজনীন আক্তার হ্যাপি। বর মাদ্রাসার শিক্ষক। বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তার ছোট বোন শারমিন আক্তার পপি। এ বিষয়ে পপি বলেন, 'জী, সুন্নাত তরিকায় বিয়ে হয়েছে হ্যাপি আপুর।' 
জানা গেছে, রাজধানীর মিরপুরে নিজ বাসায়  সোমবার রাতে বিয়ে হয় হ্যাপির।  বিয়ের পর আশেপাশের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মিষ্টি পাঠানো হয়। হ্যাপির বর মিরপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। বিয়ের সময় দুই পরিবারের একান্ত সদস্যরা উপস্থিত ছিলেন। বাকি আনুষ্ঠানিকতা শীঘ্রই সম্পন্ন হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, জাতীয় দলের ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে মামলা করে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হন এই হ্যাপি।  এমনকি বিশ্ব মিডিয়ায় উঠে আসে হ্যাপি-রুবেলের এই কাঁদা ছোঁড়াছুড়ি। সুত্রঃ বিডি প্রতিদিন

Post a Comment

Previous Post Next Post