হত্যার দায়ে সৌদি যুবরাজের শিরচ্ছেদ

হত্যার দায়ে সৌদি যুবরাজের শিরচ্ছেদ
অনলাইন ডেস্কঃ সাধারণ নাগরিককে খুনের দায়ে সৌদি যুবরাজ তুর্কি বিন সৌদ আল কবিরকে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রিয়াদে এই শিরচ্ছেদ কার্যকর করা হয়েছে বলে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে জানানো হয়, সৌদি নাগরিক আদেল বিন সোলাইমান বিন আব্দুল করিম আল মুহাইমিদকে হত্যা করেছিলেন সৌদি যুবরাজ। আদেল যুবরাজের সহকর্মী ছিলেন। একদিন ঝগড়া করার এক পর্যায়ে গুলি করে তাকে হত্যা করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, খুনের পর নিরাপত্তারক্ষীরা যুবরাজকে ধরে ফেলে। এরপর ধারাবাহিক তদন্তের পর যুবরাজ দোষী প্রমাণিত হন।
জেনারেল কোর্ট তাকে দোষী করে একটি রুল জারি করে, পরে সেটা আপিল বিভাগ এমনকি সুপ্রিম কোর্টেও জারি রাখা হয়। এরপর এই রুলের বিষয়ে রাজকীয় ফরমান জারি করা হয়।
ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতে সরকার যেকোনো শাস্তি কার্যকরে আপসহীন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে

Post a Comment

Previous Post Next Post