রিয়াল মাদ্রিদের গোল উৎসব

 রিয়াল মাদ্রিদের গোল উৎসব
স্পোর্টস ডেস্কঃ তিন দিন আগে লিগে বড় জয় পেয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। আর মাঠে নামতেই চেনা রূপে দেখা গেল তাদের। চ্যাম্পিয়ন্স লিগেও গোল উৎসব করেছে তারা। দুর্বল লেগিয়া ওয়ারসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে জিনেদিন জিদানের শীর্ষ্যরা।
মঙ্গলবার রাতে বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে গোল চারটি করেন গ্যারেথ বেল, মার্কো আসেনসিও, লুকাস ভাসকেস ও আলভারো মোরাতা। অন্য গোলটি আত্মঘাতী। রিয়ালের জালে লেগিয়ার একমাত্র গোলদাতা মিরোস্লাভ রাদোভিচ।
তবে এই ম্যাচের প্রধান আকর্ষণ ছিল ক্রিশ্চিয়ান রোনালদো। কারণ প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপ সেরার মঞ্চে ‘সেঞ্চুরি’ করার হাতছানিতে মাঠে নেমেছিলেন রোনালদো।  এ পর্যন্ত সর্বোচ্চ ৯৮ গোল করেছেন রোনালদো। কিন্তু সংখ্যাটাকে আর বাড়াতে পারেননি তিনি। অবশ্য একটি গোলে অবদান ছিল তার।
ঘরের মাঠে আক্রমণাত্মক শুরু করা রিয়াল প্রথমভাগেই তিন মিনিটের ব্যবধানে দুই গোলে এগিয়ে গিয়ে বড় জয়ের আভাস দেয়। অবশ্য দ্রুত একটি গোল শোধ করে অল্প সময়ের জন্য হলেও চমকের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিল লেগিয়া। শেষ পর্যন্ত বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

Post a Comment

Previous Post Next Post