অনলাইন ডেস্কঃ
জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ার জেলার শুকনাই গ্রামটি বছরের অধিকাংশ সময় বরফে
ঢাকা থাকে। গ্রামটিতে বিদ্যুৎ নেই। প্রতিবছর তাই শীতের হাত থেকে রক্ষা পেতে
গ্রামের বাসিন্দারা বিপুল পরিমাণে ঘাস এবং অন্যান্য জ্বালানি মজুত করে
রাখেন। এবারও করেছিলেন। প্রত্যেক বাড়ির ছাদগুলো ছিল ঘাস, জ্বালানিতে
পরিপূর্ণ।
শীতের
প্রতি এই সতর্কতাই তাদের কাল হলো। শনিবার রাতে মজুদ করে রাখা জ্বালানি
থেকে সারা গ্রামে আগুন ছড়িয়ে পড়ে। এতে গ্রামটির ৮৪টি বাড়ি এবং ৮০ পশু খামার
পুড়ে ছাই হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, আগুনে ৫০০ পশুর মৃত্যু হয়েছে।
আগুনে
পুড়ে গেছে ১৫টি গরুর খামার, একটি স্কুল, একটি ওষুধের দোকান, একটি মসজিদ,
দুটো পানির কারখানা, একটি সরকারি স্বাস্থ্য কেন্দ্র, টেলিফোন বুথ। সর্বস্ব
হারিয়ে গত দুই দিন ধরে গ্রামের ১১৫ পরিবারের ৬২১ জন খোলা আকাশের নিচে রাত
কাটাচ্ছেন।