দুই শিশুর জোড়া লাগানো মাথার সফল অস্ত্রোপচার

দুই শিশুর জোড়া লাগানো মাথার সফল অস্ত্রোপচার
অনলাইন ডেস্কঃ ১৩ মাসের যমজ অ্যানিয়াস এবং জর্ডন জন্মেছিল জোড়া মাথা নিয়ে। জন্মের পর থেকেই শুরু হয় তাদের বেঁচে থাকার মরণ পণ লড়াই। শরীরের বৃদ্ধির সঙ্গে তাদের মস্তিস্কের আকার বাড়তে থাকে। সন্তানের এমন অসহায় দিনযাপনে নিরুপায় হয়ে অপারেশনের সিদ্ধান্ত নেন তাদের মা-বাবা নিকোল ও ক্রিস্টিয়ান। অবশেষে টানা ২০ ঘণ্টা চিকিৎসকদের নিরলস পরিশ্রমে ওই দুই শিশু মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আসে। সম্প্রতি নিউইয়র্কের ব্রঙ্কসে মন্তেফিওর হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

দুই শিশুর জোড়া লাগানো মাথার সফল অস্ত্রোপচার
অস্ত্রোপচার চলাকালীন শ্বাসরুদ্ধকর অবস্থায় ওয়েটিং রুমে বসেছিলেন ওই দুই শিশুর বাবা-মা। মা নিকোল বলেন 'যতক্ষণ না চিকিৎসকরা অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসচ্ছেন, চোখের পানি খুব কষ্টে ধরে রেখেছি, এমনকী চিকিৎসকদের থ্যাঙ্ক ইউ বলতেও ভুলে গিয়েছিলাম।'

দুই শিশুর জোড়া লাগানো মাথার সফল অস্ত্রোপচার
অবশেষে অ্যানিয়াস এবং জর্ডনের মস্তিস্ক সফল ভাবে অস্ত্রোপচার হয়েছে এই সুখবর চিকিৎসকদের কাছ থেকে শোনার পর হাসপাতালের সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি হওয়া থেকে অপারেশন শেষ হওয়া পর্যন্ত অ্যানিয়াস ও জর্ডনের নানা ছবি ফেসবুকে পোস্ট করেন তাদের পরিবারের লোকজন।

Post a Comment

Previous Post Next Post