মিয়ানমারে ফেরি দুর্ঘটনায় নিহত ২৫

মিয়ানমারে ফেরি দুর্ঘটনায় নিহত ২৫
অনলাইন ডেস্কঃ মিয়ানমারের চিনদুইন নদীতে ফেরি দুর্ঘটনায় এ পর্যন্ত উদ্ধারকৃত মৃতদেহের সংখ্যা ২৫টি। এ দুর্ঘটনায় ১৫৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 
সংবাদ মাধ্যম এএফপিকে স্থানীয় ত্রাণ এবং পুনর্বাসন অধিদপ্তরের পরিচালক সা ওয়ালি ফ্রিয়েন্ট জানিয়েছেন, এখন পর্যন্ত আমরা ২৫টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। ডুবে যাওয়া ফেরিটিতে সাধারণ যাত্রী ছাড়াও ৩০ জন শিক্ষক, ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী এবং কয়েকজন চিকিৎসক ছিল। ডুবে যাওয়া ওই ফেরিটির যাত্রী ধারণ ক্ষমতা ১শ’র কিছুটা বেশি হলেও ফেরিটিতে ২৪০ থেকে ২৫০ জন যাত্রী ছিল।
জানা যায়, শনিবার হোমালিন থেকে মনিওয়া শহরের উদ্দেশে যাত্রা করেছিল ফেরিটি। পরে চিনদুইন নদীতে ফেরিটি ডুবে যায়। মৃতের সংখ্যা বেড়ে ১শ’ ছাড়িয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ডুবে যাওয়া ফেরিতে কয়েকজন শিক্ষক, শিক্ষার্থী এবং কিছু সংখ্যক কর্মজীবী মানুষ ছিলেন।

Post a Comment

Previous Post Next Post