কুলাউড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কুলাউড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ৮হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম এ অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার (৪ অক্টেবর) বিকাল ৫ টায় উপজেলার বরমচাল ইউনিয়নের ফুলেরতলবাজারে ৪টি রেস্টুরেন্ট ও একটি মুদির দোকানে এ জরিমানা করা হয়।

সূত্রে জানা যায়, উপজেলার বরমচালের ফুলেরতলবাজারের আল হেলাল রেস্টুরেন্টে ৩হাজার টাকা, বাবুল মিয়ার রেস্টুরেন্ট, বাচ্চু মিয়ার রেস্টুরেন্ট, মতলিব মিয়ার রেস্টুরেন্টে ১হাজার হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা এবং জয়নাল মিয়ার মুদির দোকানে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার এসআই হারুন আল রশীদ ও বিজিবির একটি দল।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে এসআই হারুন আল রশীদ জানান, মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির জন্য এসকল প্রতিষ্ঠানে এই জরিমানা করা হয়।

Post a Comment

Previous Post Next Post