পতাকাবাহী গাড়িতে কোটি টাকার ইয়াবা!

পতাকাবাহী গাড়িতে কোটি টাকার ইয়াবা!
অনলাইন ডেস্কঃ রাজধানীর সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে পতাকাবাহী গাড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দক্ষিণ বিভাগ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. ইউসুফ আলী সোমবার দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সন্ধ্যায় ডিবির গাড়ি চুরি ও ছিনতাই প্রতিরোধ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. ইউসুফ (৩০)। তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফে। আটক গাড়ির নাম্বার ঢাকা মেট্রো- ঘ -০২-১৬৪৯। উদ্ধার ইয়াবার মূল্য প্রায় কোটি টাকা।
আটকের বরাত দিয়ে ইউসুফ আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে সে পতাকা ব্যবহার করেছে। রমনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি। সুত্রঃ পরিবর্তন

Post a Comment

Previous Post Next Post