কুলাউড়ায় বিআরডিবি’র প্রায় ১০লক্ষ টাকা ঋন বিতরণ

কুলাউড়ায় বিআরডিবি’র প্রায় ১০লক্ষ টাকা ঋন বিতরণ
তারেক হাসান: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) এর উদ্যোগে উপজেলার ২টি মহিলা সমবায় সমিতির ৩৬জন সদস্যদের মধ্যে ৯লাখ ৯০হাজার টাকার ঋনের চেক ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। গতকাল ০৪ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোঃ ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ইউসিসিএ কার্যালয়ে ঋন বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম।

বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, টাইম টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান, সাংবাদিক ইউসুফ আহমদ ইমন, মাঠ সহকারী দিলারা বেগম ও শামছুন্নাহার, অফিস সহকারী হারিছ আহমদ।

এ সময় উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ গাজিপুর মহিলা সমবায় সমিতির ২৩জন সদস্যকে ৬লাখ ৭০ হাজার টাকা ও বরমচাল ইউনিয়নের ভবানীপুর মহিলা সমবায় সমিতির ১৩জন সদস্যকে ৩লাখ ২০হাজার টাকা ঋন বিতরন করা হয়।

Post a Comment

Previous Post Next Post