স্টাফ রিপোর্টারঃ
কুলাউড়া থানার ওসি মোঃ শামসুদ্দোহা পিপিএম এবং ওসি (তদন্ত) বিনয় ভূষন রায়
এর নেতৃত্বে এসআই জহিরুল ইসলাম, এএসআই মহিন উদ্দিনসহ পুলিশ মৌলভীবাজার,
হবিগঞ্জ, বি-বাড়ীয়া ও সুনামগঞ্জ জেলার বিভিন্নস্থানে একটানা তিনদিনব্যাপী
অভিযান পরিচালনা করে আন্তজেলা চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে মালামালসহ
গ্রেফতার করেছে। বৃহস্পতিবার(১সেপ্টেম্বর)থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে
ওসি জানান অভিযানকালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বরমপুর নিবাসী সুভা
মিয়ার ছেলে জালাল মিয়া, নবীগঞ্জ থানার মধ্যসমর নিবাসী আজবার উল্লার ছেলে আল
আমিন, বি-বাড়ীয়া জেলার কসবা থানার সদপাশা নিবাসী মৃত বাচ্চু মিয়ার ছেলে
কামাল হোসেন ও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার শেখসাদি নিবাসী মোঃ আলীম
উদ্দিনের ছেলে ফজলসহ ৪ জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিনুযায়ী ১টি
কম্পিউটার, ১১টি মোবাইল, ১টি সুইজ গিয়ার (চাকু), খেলনা পিস্তল ও ইমিটেশন
জুয়েলারী এবং ১টি স্বর্ণের চেইনসহ চোরাই মালামাল উদ্ধার করে জব্দ করা হয়।
ওসি জানান উক্ত আসামীরা কুলাউড়া পৌরসভা এলাকাসহ বিভিন্ন এলাকার বসত গৃহের মালামাল চুরি করে আসছিল ও ধৃত আসামীরা আন্তজেলা চোর দলের সক্রিয় সদস্য।
ওসি জানান উক্ত আসামীরা কুলাউড়া পৌরসভা এলাকাসহ বিভিন্ন এলাকার বসত গৃহের মালামাল চুরি করে আসছিল ও ধৃত আসামীরা আন্তজেলা চোর দলের সক্রিয় সদস্য।