স্টাফ রিপোর্টারঃ নতুন লাল সবুজ কোচসহ চলা শুরু করলো ঢাকা-সিলেট রুটের ট্রেন পারাবত এক্সপ্রেস। যাত্রীদের হাসিমাখা মুখ নিয়ে ট্রেনটি ছুটে চললো ৩১৯ কিলোমিটার দূরত্বের সিলেটের পথে।
শুক্রবার সকাল ৬টা ৩৫ মিনিটে ট্রেনটি উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। এসময় তিনি ট্রেনটির একটি বগি ঘুরে দেখেন। দীর্ঘদিন পর এ রুটে কোচ দেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা।
কমলাপুর রেলস্টেশনের দ্বিতীয় প্লাটফর্ম থেকে ইন্দোনেশিয়ান ১৬টি এয়ারব্রেক কোচসহ এটাই ট্রেনটির প্রথম যাত্রা। ১৯৮৬ সালে প্রথম ট্রেনটি চালু হয়। এরপর ১৯৯৫-৯৬ সালে ইরানী কোচ দেয়া হয় পারাবতে। ২০১১ সালের নভেম্বরে ইরানী রেক খুলে নিয়ে ভ্যাকুয়াম কোচ লাগিয়ে দেয়া হয়। শেষ পর্যন্ত কোচসংকট ও ড্যামেজ কোচের কারণে পারাবত এক্সপ্রেসের চলাচল ব্যাহত হচ্ছিলো।
কোচ সংকটের কারণে অনেকগুলো স্টেশনে টিকিট সংকট ছিলো চরমে। এখন নতুন কোচ দেয়ায় ‘পারাবত এক্সপ্রেস’ এর স্টেশনগুলোতে টিকিট সংকট কাটবে বলে মনে করা হচ্ছে।
১৬টি কোচ নিয়ে ছুটে চলা পারাবতে এখন থেকে থাকছে ২ টি এসি স্লিপার কোচ, ২ টি এসি চেয়ার, ১টি প্রথম শ্রেণি, ৮টি শোভন চেয়ার ও ২ টি ডায়নিং কার।
২ টি এসি স্লিপার কোচে আসন রয়েছে ৬৬টি, এসি চেয়ার ২ টি কোচে আসন ১১০টি, প্রথম শ্রেণির ১ টি কোচে আসন ৩৩টি, শোভন চেয়ার ৮টি কোচে আসন সংখ্যা ৪৮০টি, ২ টি ডায়নিং কারে আসন সংখ্যা ৩০ টি। সব মিলিয়ে পারাবত এক্সপ্রেসের এখন আসন সংখ্যা এখন ৭১৯টি।